আকস্মিক দমকা হাওয়ায় লণ্ডভণ্ড প্যান্ডেল ও মঞ্চ

দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মেয়র

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গায় আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। অতিথিদের জন্য আগে থেকেই নির্মাণ করা হয়েছিল প্যান্ডেল ও মঞ্চ। বিকেল সোয়া পাঁচটার দিকে আকস্মিক দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় অনুষ্ঠানের প্যান্ডেল। উড়ে যায় সামিয়ানা। এসময় প্যান্ডেল থেকে বেরিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পান মেয়র। সাথে ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, জিয়াউল হক সুমনসহ চসিকের কর্মকর্তারা। তারা সবাই ভেঙে পড়া প্যান্ডেল থেকে নিরাপদে বেরিয়ে যান। পাশাপাশি সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকরা বিভিন্ন দোকান ও গাছতলায় আশ্রয় নেন। প্যানেল মেয়র গিয়াস উদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। আমরা যখন অনুষ্ঠান শুরুর প্রস্তুতি নিয়েছিলাম তখন আকস্মিকভাবে তুফান শুরু হয়। ঝড়ো বাতাসে প্যান্ডেল, মঞ্চ ভেঙে পড়ে। তবে সন্ধ্যার পর থেকে সুশৃক্সখলভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী বলেন, প্যান্ডেলটি আমার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল। তারা মজবুত করে প্যান্ডেলটি তৈরি করেছিল। দুর্ভাগ্য অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে ঝড়ে এটি ভেঙে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধ৫ মাস পর শনাক্ত চারশর নিচে
পরবর্তী নিবন্ধউচ্চগতির ইন্টারনেট বন্ধ ছিল ১২ ঘণ্টা