উচ্চগতির ইন্টারনেট বন্ধ ছিল ১২ ঘণ্টা

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:২০ পূর্বাহ্ণ

সারা দেশে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। এই সময়ে সারা দেশের মানুষ তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। বিঘ্নিত হয়েছে মোবাইল অ্যাপভিত্তিক বিভিন্ন সেবা। খবর বিডিনিউজের।
দেশের টেলকো কোম্পানিগুলোর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে গতকাল শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশেই বিকাল ৫টার দিকে ঢাকায় আবার সেই সেবা চালু করা হয়। এরপর পর্যায়ক্রমে সিলেট, রাজশাহী, বরিশালেও তা সচল হয়। রাতেই সব অপারেটরের থ্রি ও ফোর জি সেবা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধআকস্মিক দমকা হাওয়ায় লণ্ডভণ্ড প্যান্ডেল ও মঞ্চ
পরবর্তী নিবন্ধচবির শাটল ট্রেন চালু হচ্ছে আজ থেকে