চবির শাটল ট্রেন চালু হচ্ছে আজ থেকে

চবি প্রতিনিধি | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:২১ পূর্বাহ্ণ

করোনার কারণে প্রায় ১৮ মাস বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। সেই সাথে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন। দীর্ঘদিন পর অবশেষে আজ থেকে শাটল ট্রেন সীমিত সূচিতে চলাচল করবে। সকাল ৮টায় ও ৯টায় দুইটা শাটল ট্রেন বটতলী স্টেশন থেকে ছাড়বে এবং দুপুর দেড়টায় ও আড়াইটায় ক্যাম্পাস ছেড়ে যাবে। এছাড়া আগামী ১৮ অক্টোবর খুলছে চবির হলসমূহ এবং ১৯ অক্টোবর থেকে চলবে সশরীরে ক্লাস।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান বলেন, শনিবার থেকে শাটল চলবে। আপাতত শিডিউল সীমিত থাকবে। সকালে দুইটা ও দুপুরে দুইটা। রাতে কোনো ট্রেন থাকবে না। ষোলশহর রেলস্টেশনের সহকারী মাস্টার তন্ময় মজুমদার বলেন, সকালে দুইটা ট্রেন চবি ক্যাম্পাসে যাবে। দুপুরে আবার এগুলো বটতলীর উদ্দেশে রওনা করবে। রাতে আর কোনো ট্রেন নেই। এটা সাময়িকভাবে চালু করা হচ্ছে। পরে হয়ত নিয়মিত শিডিউলে চলবে।

পূর্ববর্তী নিবন্ধউচ্চগতির ইন্টারনেট বন্ধ ছিল ১২ ঘণ্টা
পরবর্তী নিবন্ধজীবনের পড়ন্ত বেলায় বৃদ্ধের স্থায়ী মাথা গোঁজার ঠাঁই