৫০০ টাকা পারিশ্রমিকে বিদ্যার ক্যারিয়ার শুরু

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিদ্যা বালানের ক্যারিয়ার শুরু হয় বাংলা সিনেমা ‘ভালো থেকো’ দিয়ে। এটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। এরপর বলিউডে তার অভিষেক ২০০৫ সালে ‘পরিণীতা’ দিয়ে। শুরুতেই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। বলিউডে বিদ্যার দ্বিতীয় সিনেমা ‘লাগে রাহো মুন্না ভাই’। যা বঙ অফিসে সফলতার পাশাপাশি এই অভিনেত্রীর ক্যারিয়ারও দাঁড়িয়ে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৭ সালে বিদ্যার ক্যারিয়ারের সর্বোচ্চ সিনেমা মুক্তি পায়। তবে এই পর্যন্ত আসতে তাকে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে পাড় হতে হয়েছে। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাগুলো বলেছেন তিনি। বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুতে ৫০০ টাকার বিনিময়েও অভিনয় করেছিলেন। তাকে বলা হয়েছিল, গাছের পাশে দাঁড়িয়ে হাসতে। দৃশ্যে কোনো সংলাপ ছিল না। রাজ্যের পর্যটন দফতরের জন্য তিনি এই অভিনয় করেন।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে ভালোবাসায় সিক্ত আতাউর রহমান
পরবর্তী নিবন্ধতাদের স্মরণ করবে ছায়ানট