জন্মদিনে ভালোবাসায় সিক্ত আতাউর রহমান

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কজন মানুষের হাত ধরে নাট্যাঙ্গন বিকশিত হয়েছে তাদের অন্যতম মঞ্চসারথি আতাউর রহমান। নির্দেশক, সংগঠক, শিক্ষক, লেখক, সমালোচক ও অভিনতা-বহুরূপে নাট্যাঙ্গনকে আলোকিত করেছেন তিনি। ঈর্ষা, গ্যালেলিও, ওয়েটিং ফর গডো, হিম্মতি মা, বাংলার মাটি বাংলার জল প্রভৃতি নাটকে তার নির্দেশনার জাদু দেখা গেছে। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন আতাউর রহমান। গতকাল শুক্রবার জন্মদিন উপলক্ষে বাসায় কেক কেটেছেন তিনি। তবে বিশেষ কোনো আয়োজন করেননি। করোনার এই সংকটকালে অন্তর্জালে ভক্ত, শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
আতাউর রহমান শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছেন এবং কৈশোরে রবীন্দ্র সাহিত্যে বোঝাপড়া শুরু। স্কুলবেলাতেই সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নটীর পূজা’ নাটক দেখে তার মঞ্চপাঠ শুরু। ষাটের দশকের কথা, আতাউর রহমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে সময় ২৬ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে আব্দুল্লাহ আল মামুনসহ তিনি প্রথম মঞ্চে অভিনয় করেন। এরপর ১৯৬৮ সালে বিশ্ববিদ্যালয় পাঠ শেষে একদিন হঠাৎ করেই জিয়া হায়দার থিয়েটার করার প্রস্তাব দেন। তার অনুপ্রেরণায় গঠিত হয় ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। নাট্যদলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আতাউর রহমান।

পূর্ববর্তী নিবন্ধচসিক শিক্ষা বিভাগের দুই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধ৫০০ টাকা পারিশ্রমিকে বিদ্যার ক্যারিয়ার শুরু