তাদের স্মরণ করবে ছায়ানট

| শনিবার , ১৯ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

অতিমারীকালে বহু গুণীজনদের হারিয়েছে বাংলাদেশ। যাদের অভাব পূরণ হওয়ার নয়। সংস্কৃতির অঙ্গনের সাথে যুক্ত এমন কিছু গুণীজনদের নিয়েই ছায়ানট আয়োজন করতে যাচ্ছে ‘স্মরণ’ অনুষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছায়ানট জানিয়েছে, ছায়ানটের দীর্ঘ পথ চলায় নানা সময়ে যুক্ত ছিলেন অনেক গুণী মানুষ। তাঁদের আন্তরিকতাধন্য হয়ে এগিয়ে চলেছে ছায়ানট। অতিমারির সঙ্কটকালে ছায়ানট হারিয়েছে তেমন ক’জন গুণী সংস্কৃতিসেবীকে। সেই পরমাত্মীয়দের স্মরণ করবার উদ্যোগ নিয়েছে ছায়ানট। কামাল লোহানী, শামসুজ্জামান খান, বশিরুল হক, আলী যাকের, জিয়াউদ্দিন তারিক আলী ও গালিব আহসান খানের প্রতি ছায়ানটের শ্রদ্ধা নিবেদন ‘স্মরণ’। প্রচারিত হবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়। অনুষ্ঠানটি দেখা যাবে ছায়ানটের ফেইসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে।

পূর্ববর্তী নিবন্ধ৫০০ টাকা পারিশ্রমিকে বিদ্যার ক্যারিয়ার শুরু
পরবর্তী নিবন্ধঅংশুর সুরে গাইবেন তানভীর তারেক