৫ম বর্ষপূর্তিতে দীপ্ত টিভি

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ১০:০৭ পূর্বাহ্ণ

দীপ্ত টেলিভিশন তার ৫ম বর্ষ পূরণ করেছে গতকাল বুধবার। সুলতান সুলেমান থেকে পালকী, কোসেম থেকে অপরাজিতা, ফাতমাগুল থেকে খলনায়ক, জননী-জন্মভূমি থেকে মধ্যবর্তিনী, বাহার থেকে বকুলপুর গত ৫ বছরে দীপ্ত টেলিভিশন উপহার দিয়েছে এমন অসংখ্য দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক। প্রচারের পর থেকে দেশের শীর্ষ জনপ্রিয় ধারাবাহিক হিসেবে দীর্ঘ সময় নিজের অবস্থান ধরে রেখেছে মান-অভিমান; যা তার ৫০০তম পর্ব পেরিয়ে সমান জনপ্রিয়তায় দর্শকের মনে স্থান করে নিয়েছে। একাধিক নিজস্ব সেট, নিজেদের স্টুডিও আর কলা-কুশলী দ্বারা নির্মিত ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল, খণ্ড নাটক, প্রামাণ্যচিত্র, কৃষি অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সংবাদ, টক শো-সহ আরো বিভিন্ন অনুষ্ঠান দিয়ে দীপ্ত টিভি দর্শকদের বিনোদন ও তথ্য জুগিয়ে চলেছে। দীপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের দর্শকদের প্রিয় টিভি চ্যানেল। খবর বিডিনিউজের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রাত ১১টায় লাইভ মিউজিক্যাল শো ‘দীপ্ত উল্লাস‘ এ গান নিয়ে ছিলেন দিনাত জাহান মুন্নী, কনা, লিজা, নিশিতা বড়ুয়া, ঐশী, কর্ণিয়া, রাজিব, মুহিন, সাব্বির, কিশোর, বেলী আফরোজ, নুসরাত বৃষ্টি, আসমা দেবযানী, সরণ, সুস্মিতা এবং দীপ্তি সরকার। মাসুদ মিয়া প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন লাবণ্য ও তাসনুবা মহনা।

পূর্ববর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি
পরবর্তী নিবন্ধ‘জীবনটা ধ্বংস করে দিল শ্রাবন্তী’