৪১ ঘণ্টা পর নিখোঁজ চিকিৎসকের ভাসমান লাশ উদ্ধার

রাউজানের ছিটিয়াপাড়া

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুন, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রাউজানে বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর মো. এয়াকুব (৬০) নামে এক চিকিৎসকের ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিটিয়াপাড়ায় নিজ বাড়ির পুকুর থেকে উক্ত চিকিৎসকের মরহেদ উদ্ধার করা হয়। জানা যায়, গত সোমবার বিকালে চিকিৎসক এয়াকুব বন্যার পানিতে বাড়ির পেছনের বিলে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এই ঘটনার পর তার আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীরা খাল বিলে ব্যাপক তল্লাশি করেছিল। মঙ্গলবার সকাল থেকে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবরি দল। সারাদিন তল্লাশি করেও নিখোঁজ চিকিৎসককে না পাওয়ায় বিকাল পাঁচটায় তারা চলে যায়। গতকাল বুধবার সকালে চিকিৎসক এয়াকুবের বাড়ির প্রায় পাঁচশ ফুট দূরের একটি পুকুরে ভাসমান দেহ দেখে চিৎকার করে উঠেন পাড়ার এক নারী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ লাশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, লাশের সুরহাল তৈরি শেষে রাউজান থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ ল্যাবে ওয়াসার পানির নমুনা পরীক্ষা শুরু
পরবর্তী নিবন্ধমহেশখালের স্লুইচ গেট চালু হচ্ছে আগামী মাসে