বিগত কয়েক বৎসর যাবত সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বৃহত্তর হালিশহর এলাকায় জোয়ারের পানি ঢুকে রাস্তাঘাট, বাড়ি ঘরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে আবদুল মাবুদ সওদাগর হাট (ঈশান মিস্ত্রীর হাট), পুরাত ডাকঘর, এছাক সওদাগর পাড়া, মাইজপাড়া, লোহারপুলসহ ৩৮ নং ওয়ার্ডের প্রায় অংশে পানিতে ডুবে যায়। দোকানদারদের লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।
কারণ ড্রেনগুলি অপরিষ্কার থাকায় সহজে পানি নামতে পারে না। বাড়ি ঘরে দীর্ঘক্ষণ পানি থেকে যায়। গত ২ বৎসর আগে শুনেছিলাম কুমার খালের মুখে ঈশান মিস্ত্রীর হাট ব্রীজের পার্শ্বে একটি ম্লুইচ গেইট নির্মাণ করে দক্ষিণ মধ্যম হালিশহরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করবে, কবে স্লুইচ গেইট হবে তাও অনিশ্চিত। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে ব্যবস্থা নিবেন।
হাজী নজির আহামদ, এছাক সওদাগর পাড়া, সল্টগোলা রেলক্রসিং, ৩৮ নং ওয়ার্ড, বন্দর, চট্টগ্রাম।