৩৬ ঘণ্টা পর ভেসে উঠল মরদেহ

হালদায় নিখোঁজ শিক্ষার্থী

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর হালদায় নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ আনাসের (১৪) লাশ ৩৬ ঘণ্টা পর ভেসে উঠেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তিন খালের মুখস্থ গচ্ছাখালীতে লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেছে।
নিহত আনাস গড়দুয়ারা এলাকার আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। আনাস মায়ের সাথে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকত।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. শাহাজাহান বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হালদা পাড়ে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। তখন তিনজন বলটি আনতে নদীতে ঝাঁপ দেয়। দুজন ফিরে আসতে পারলেও আনাস তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল কর্মী হালদায় ঘটনাস্থলে বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার অভিযান চালায়।

পূর্ববর্তী নিবন্ধমাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপ্রবারণা পূর্ণিমা আজ