৩৩৩ নম্বরে ফোন করে পেলেন ভ্যান

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩০ মে, ২০২১ at ১২:৫০ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রদীপ নাথ পেশায় একজন ভ্যান চালক। ছোটকালে মা মারা গেলে দুই ভাই ও জন্মগত ঠোঁটকাটা এক মেয়েকে ফেলে অন্য জায়গায় গিয়ে নতুন সংসার পাতে বাবা বাবুল নাথ। পিতা-মাতা হারা প্রদীপ ভ্যান চালিয়ে ছোট বোনকে বিয়ে দিয়েছে, ভাইকে করেছে মানুষ। স্বাবলম্বী হয়েই ভাই পৃথক হয়ে যায়। এরমধ্যে প্রদীপ নিজে বিয়েও করে। ঐ এক ভ্যান চালিয়েই চলছিল তার সংসার। ভাড়া না পেলে কখনো কখনো দিন মজুরিও করত অবশ্যই। এরমধ্যে তার ভ্যানটি বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়ে। অসহায় প্রদীপ অনন্যোপায় হয়ে ৩৩৩ নম্বরে কল করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে। ইউএনও ত্রাণ লাগবে কিনা জানতে চাইলে প্রদীপ জানায়, তিনি ত্রাণ চান না। তার সংসার পরিচালনার একমাত্র মাধ্যম ভ্যানটি মেরামত করে দিলে সেটি চালিয়েই তিনি চাল-ডাল যোগাড় করতে পারবেন।
ইউএনও গোপনে খোঁজ নিয়ে তার মানবেতর জীবন-যাপনের ব্যাপারে জানতে পারেন। তাই তিনি তাকে একটি নতুন ভ্যান তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। গতকাল শনিবার ভ্যানটি প্রদীপের কাছে হস্তান্তর করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশের অভ্যুদয় ও উন্নয়নে জিয়ার ভূমিকা অবিস্মরণীয়
পরবর্তী নিবন্ধগল্প আহরণ কর্মসূচির দ্বিতীয় অধিবেশন