৩০ বছর পর ফের একসঙ্গে

| সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৫১ পূর্বাহ্ণ

১৯৮০ সালে মুক্তি পেয়েছিল সৈয়দ সালাহউদ্দীন জাকী নির্মিত চলচ্চিত্র ‘ঘুড্ডি’। যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রাইসুল ইসলাম আসাদ ও সুবর্ণা মুস্তাফা। বাংলা চলচ্চিত্রের অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয় এর নির্মাণ। ছবিটি তৈরি উপলক্ষে বিশেষ এক আড্ডার আয়োজন করা হয়েছিল এর শুটিংস্পট নারায়ণগঞ্জে। সেটা নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ঘুড্ডিতে চড়ে’। ঈদ উপলক্ষে আগামী ১৪ মে এটি মুক্তি পাবে টি-সিনেমা নামের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি এর মাধ্যমেই চ্যানেলটি যাত্রা করবে।
বাংলা চলচ্চিত্রে ‘ঘুড্ডি’ বিশেষ একটি স্থানে আছে। পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে এসে সৈয়দ সালাহউদ্দীন জাকী এটি তৈরি করেছিলেন। বিশেষ এ ছবিটি সংশ্লিষ্ট অনুষ্ঠান দিয়েই আমাদের চ্যানেলটি উদ্বোধন হতে যাচ্ছে। তিনি জানান, এক দশক আগে অনুষ্ঠানটি তৈরি হয়েছিল। তবে এটি কোথাও প্রচার হয়নি। অনুষ্ঠানের অতিথিরা কেউ আগাম জানতেন না নিজেদের কথা। শুটিং স্পটে এসে চমকিত হয়েছিলেন সবাই। আগামী ১৪ মে রাত ৮টায় অনুষ্ঠিত হবে ‘ঘুড্ডিতে চড়ে’র প্রিমিয়ার। অনুষ্ঠানের দৈর্ঘ্য ৩০ মিনিট।

পূর্ববর্তী নিবন্ধরেলগাড়িতে পুষ্পিতা
পরবর্তী নিবন্ধতারকা দম্পতির ‘খুনসুটি প্রেম’