২৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পণ্য পরিবহন খাতের উপর নানাভাবে জুলুম নির্যাতনের সিদ্ধান্ত পরিহারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। উক্ত কর্মসূচির সমর্থনে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. নূরুল আবছারের সভাপতিত্বে জরুরি আলোচনা সভা নগরীর মাদারবাড়ীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নান।
কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম.এ মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের উপদেষ্টা আবদুল নবী লেদু, প্রাইম মুভার মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের অতিরিক্ত অর্থ সম্পাদক আবুল কাশেম মাস্টার, সহ-অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আবদুল আজিজ, সহ-সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা ও ট্রাক ড্রাইভার সমিতির সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পণ্য পরিবহন ডিভিশনের সদস্য সচিব ও কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংক লরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ পণ্যবাহী যানবাহন নিয়ন্ত্রণকারী একমাত্র বৈধ সংগঠন। পণ্যবাহী যান চলাচলের বিভিন্ন সমস্যাদি নিরসনসহ উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান করোনা মহামারি পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে পণ্য পরিবহন খাতের উপর নানাভাবে জুলুম নির্যাতনের অযৌক্তিক সিদ্ধান্ত পরিহার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার স্বার্থে কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সরকারের নিকট ১০ দফা দাবি তুলে ধরেছে।
আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরকার এ ১০ দফা দাবি মেনে না নিলে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এ ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের জানানো হয়েছে। দাবি আদায় না হলে দেশের সকল পণ্য ও গণপরিবহন সেক্টরে লাগাতার ধর্মঘটের ডাক দিতে বাধ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধআইনমন্ত্রীর সাথে বৈঠক শীঘ্রই, ভালো কিছুর প্রত্যাশা
পরবর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে ৬৫৭ কার্টন সিগারেট জব্দ