২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে আবুল হাশেমের গণসংযোগ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ৯:২৯ অপরাহ্ণ

আসন্ন সিটি কর্পোশেন নির্বাচনে নগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাতের ধানের শীষ ও তার নিজের প্রতীক লাটিম মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছেন আবুল হাশেম। এসময় তিনি ভোটারদের নির্বাচনী নানা প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ‘ঈদগাঁও থানা’র যাত্রা কাল
পরবর্তী নিবন্ধপাহাড়তলী ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জসিমের মতবিনিময় সভা