২৬৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১৪ জনের

দেশে একদিনে রেকর্ড

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২ হাজার ৬৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১৪ জনের। তাতে করে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৫৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এর আগে এ বছর একদিনে এত রোগী দেখেনি দেশের হাসপাতালগুলো। এর আগের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুই হাজার ৪১৮ জন, সেটাও ছিল রেকর্ড। খবর বিডিনিউজের।

নতুন ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৪০ হাজার ৩৪১ জনে। এর মধ্যে জুলাই মাসের ২৫ দিনেই ভর্তি হয়েছেন ৩২ হাজার ৩৬৩ জন। গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০ জন মারা গেছেন, বাকি চারজন ঢাকার বাইরে। সব মিলিয়ে এ বছর ২১৫ জনের মৃত্যু হল ডেঙ্গু জ্বরে। গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার ১৩২৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩২৬ রোগী।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ১৮৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ৭৬০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪২৯ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে যেখানে ৫ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাইয়ের প্রথম ২৫ দিনেই সেই সংখ্যা বেড়ে সাড়ে পাঁচগুণ হয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে। গত মাসে ৩৪ জনের মৃত্যু হলেও চলতি মাসের ২৫ দিনে প্রাণ গেছে ১৬৮ জনের।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
পরবর্তী নিবন্ধরিকশায় ফেলে যাওয়া আট লাখ টাকা যাত্রীকে ফিরিয়ে দিলেন চালক