মীরসরাইয়ে ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৬:২৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ৯ নং সদর ইউনিয়নের এক ব্যাংক কর্মকর্তা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। নিহতের নাম শহীদুল ইসলাম (৪৩)। গতকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদুল ইসলাম মীরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকার বশির উল্লাহ ভূঁইয়া বাড়ির মৃত মকছুদ আহম্মদের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মতিঝিল হেড অফিসের স্টক এক্সচেঞ্জ অফিসার পদে কর্মরত ছিলেন।

শহীদুল ইসলামের ভাতিজা ইকবাল হোসেন বলেন, /৬ দিন আগে কাকা ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর হাইটেক মাল্টি কেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তার মৃত্যু হয়। তার দুটি ছোট কন্যা সন্তান রয়েছে। মীরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার জাকারিয়া জানান, নিহতের বাড়িতে এখন শোকের মাতম চলছে। মৃতদেহ পৌছাঁলে নিজ গ্রামে তার দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকও ঝুঁকছে ‘বিটিআই’র দিকে
পরবর্তী নিবন্ধ২৬৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১৪ জনের