২৫ লাখ টাকার সামগ্রী ঢাকা তুরস্ক দূতাবাসে হস্তান্তর গাউসিয়া কমিটির

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ভূমিকম্প কবলিত তুরস্কবাসীর জন্য আনুমানিক পঁচিশ লাখ টাকার তিন কন্টেইনার মালামাল সামগ্রী ঢাকার তুর্কী দূতাবাসের কোঅর্ডিনেটর মার্ট বারিস এবং ধর্মীয় সেবা বিষয়ক সমন্বয়ক ওজগার ওজিওরেকের কাছে গাউসিয়া কমিটির পক্ষ থেকে গতকাল হস্তান্তর করা হয়েছে।

এসময় গাউসিয়া কমিটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মোছাহেব উদ্দিন বখতিয়ার, তছকির আহমদ, খাইর মোহাম্মদ, মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুনির উদ্দিন সোহেল, এরশাদ হীরা, মোজাফফর আহমদ, শেখ সালাহউদ্দিন, এডভোকেট

ইকবাল হাসান, নুরুল আজিম, মোহাম্মদ মামুন প্রমুখ। ত্রাণ হস্তান্তরকালে গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার তুরস্কের প্রতিনিধিদের ভয়াবহ ভূমিকম্পে নিহতদের জন্য শোক ও আহতদের আশু আরোগ্য কামনা করে তুরস্ক সরকারেরে প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, গাউসিয়া

কমিটি দেশের বৃহত্তর আধ্যাত্মিক ও সেবামূলক সংগঠন। করোনাকালে হাজারো স্বেচ্ছাসেবক মৃতদের সৎকার ও রোগীদের সেবা দিয়েছে। দেশের একটি বৃহৎ কন্টেইনার ডিপোতে আগুনে পোড়া মানুষ উদ্ধার করেছে, চিকিৎসাসেবা দিয়েছে। এখনও এ সেবা অব্যাহত আছে। তুরস্ক চাইলে আমরা প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

পাঠতে পারি। এসময় তুরস্কের প্রতিনিধি বাংলাদেশ সরকার, জনগণ এবং গাউসিয়া কমিটিকে দুঃসময়ে তুরস্কের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে সিএসই বিভাগের কর্মশালা
পরবর্তী নিবন্ধএক মিনিটের মধ্যে লক ভেঙে মোটরসাইকেল চুরি