আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ২৪ বছরে পদার্পণ উপলক্ষে গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে শুভেচ্ছা আড্ডা, স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনে মিলিত হন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যজন, সঙ্গীত ও আবৃত্তিশিল্পী এবং সংস্কৃতিকর্মীরা। সঙ্গীতশিল্পী মো. মোস্তফা কামালের পরিচালনায় উচ্চারকের ‘থিম সং’ পরিবেশনের মধ্যদিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত সুধীজন। উচ্চারক সভাপতি ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
উচ্চারককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা, কবি আশীষ সেন ও আকতার হোসাইন, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ, কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার, লেখক খন রঞ্জন রায়, লেখক ও সংগঠক সজল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাছুম আহমেদ, সাংবাদিক আলীউর রহমান, সহকারী অধ্যাপক সুবীর মহাজন, বোধনের সভাপতি নারায়ন প্রসাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাইনুল আজম, লেখক ও গবেষক জামশেদ উদ্দিন, ছড়াশিল্পী উৎপল কান্তি বড়ুয়া, আবৃত্তি জোটের সাবেক সভাপতি অঞ্চল চৌধুরী, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, নাট্যশিল্পী মাঈনুদ্দীন কোহেল, সাইফুল ইসলাম, দৃষ্টির সাবেক সভাপতি মাসুদ বকুল, লেখক ও সংগঠক আক্তার কামাল চৌধুরী, তারুণ্যের উচ্ছাসের মুফরাত হোসেন, কারিশমা কবির ঐশী, চবি আবৃত্তি মঞ্চের মোঃ ইব্রাহীম, কাজী নজরুল একাডেমীর নুরনবী, স্নিগ্ধা বড়ুয়া, উদীরণ আবৃত্তি নীড়ের মাহফুজা হক স্নিগ্ধা, উচ্চারকের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব মামুনুল আমিন, সহসভাপতি এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন প্রমুখ। বক্তারা বলেন, উচ্চারক যাত্রালগ্ন থেকে সংবেদনশীলতার মধ্য দিয়ে নিরেট আবৃত্তি চর্চাই করে আসছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী মো. মোস্তফা কামাল, লোকশিল্পী আব্দুর রহিম, নজরুল সংগীতশিল্পী অপু বর্মন, আধুনিক গানের শিল্পী তুলতুল চৌধুরী ও রুবাইয়া বিনতে আকবর। আবৃত্তি করেন হামিদ উদ্দিন ও সঞ্জয় দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












