২৩ বছর আগের মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

ডাঙ্গারচরে তাস খেলা নিয়ে খুন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানাধীন ডাঙ্গারচরে তাস খেলাকে কেন্দ্র করে ২৩ বছর আগে হাতুড়ি দিয়ে দুলাল কান্তি নাথ নামের একজনকে হত্যার দায়ে মো. মহিউদ্দিন সুমন নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি ভোলা জেলার আমিরুল ইসলামের ছেলে। গতকাল রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। আসামি মো. মহিউদ্দিন সুমন পলাতক রয়েছেন।

আদালতের পিপি কামরুন নাহার বেগম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডবিধির ৩০৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২২ জুন বন্দর থানাধীন ডাঙ্গারচরের সামসু মিয়ার খামার বাড়ি এলাকায় খুন হন কারখানা শ্রমিক দুলাল কান্তি নাথ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে তদন্ত শেষে আসামি মো. মহিউদ্দিন সুমনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচারক তা আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইলিয়াছ ব্রাদার্সের চেয়ারম্যান এমডিসহ পাঁচজনকে গ্রেপ্তারে সিএমপি কমিশনারকে নির্দেশ
পরবর্তী নিবন্ধউখিয়ায় বিজিবি ও ইয়াবা পাচারকারীদের গুলি বিনিময়