বিলম্ব ফি–সহ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, বিলম্ব ফি–সহ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এসএসসি ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ২০ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
আগামী বছরের এসএসসি পরীক্ষার জন্য গত ৩০ অক্টোবর ফরম পূরণ শুরু হয়। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিল ৮ নভেম্বর পর্যন্ত। ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় ছিল ৯ থেকে ১৩ নভেম্বর। এখন দ্বিতীয় দফায় বাড়ল ফরম পূরণের সময়। প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা রয়েছে।