হাটহাজারীতে ফের সড়ক দুর্ঘটনা, আহত ১০

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। হাটহাজারীনাজিরহাট মহাসড়কের চারিয়া কলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে বাস চালক মো. আবদুল নবীর আঘাত গুরুতর বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।

জানা যায়, গতকাল চারিয়া কলঘর এলাকায় একটি ইট বোঝাই ট্রাক মহাসড়কে উঠার সময় খাগড়াছড়িগামী যাত্রীবাহী বাসের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের চালক মো. আবদুল নবী (৪০), কুলসুম বিবি (৬৫), মো. ফারুক (৩৮), মো. সিরাজ (২৩), রোকেয়া বেগমসহ (৫০) অন্তত ১০ জন আহত হয়। আহতদের উপস্থিত লোকজন উদ্ধার করে উল্লেখিত পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতদের মধ্যে বাস চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর এই মহাসড়কের চারিয়া ইজতমা মাঠ সংলগ্ন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। হাটহাজারীতে সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে যাত্রী ও স্থানীয়রা শঙ্কায় রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৯ নভেম্বর পর্যন্ত বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়
পরবর্তী নিবন্ধসড়কের পাশে দাঁড়ানো ৩ গাড়িতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩