১৯ দিন ব্যাপী চুনতি সীরত মাহফিলের প্রস্তুতিসভা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিলের উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে সীরত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লী কমিটির সভাপতি ও শাহ ছাহেব কেবলার (রাহ.) দৌহিত্র্য মাওলানা শাহ হাফিজুল ইসলাম মোহাম্মদ আবুল কালাম আজাদ।
শাহজাদা তৈয়বুল হক বেদার ও মাওলানা সুলতান মো. রাফির যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সীরত মাহফিলের প্রধান উপস্থাপক সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী। বক্তব্য রাখেন সীরতুন্নবী (স.) মাহফিলের সার্বিক কার্যক্রমের প্রধান সমন্বয়ক ইসমাইল মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম. ইব্রাহিম কবির, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, উপ-কমিটি কার্যক্রমের প্রধান মাওলানা আবদুল মালেক মোহাম্মদ ইবনে দিনার নাজাত, সাবেক ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক যাহেদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য কাজী আরিফুল ইসলাম, মো. ইব্রাহিম প্রমুখ।
বক্তারা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠেয় ১৯ দিনব্যাপী ৫২তম সীরতুন্নবী (স.) মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপ-কমিটি ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি এবং পরিকল্পনা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যহাতির সুরক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু হত্যাকারীদের দায়মুক্তি সবচেয়ে বড় জঘন্য অপরাধ