১৭ বছরে সিসিমপুর

| মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

শিশুদের শেখাকে আনন্দময় করে তোলার লক্ষ্য নিয়ে শুরু হওয়া জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সিসিমপুর’ ১৭ বছরে পা রাখতে যাচ্ছে। ২০০৫ সালের প্রথম বাংলাদেশ টেলিভিশনে প্রদর্শিত হয়েছিলো সিসিমপুর। বর্তমানে সিসিমপুরের ১৩তম সিজন দুরন্ত, মাছরাঙা এবং বিটিভিতে প্রচারিত হচ্ছে। তবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনে বিগত ১৬ বছর বিরতিহীনভাবে সিসিমপুর প্রচারিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন উপকরণের মাধ্যমে শিশুকে বর্ণ চেনা, শব্দ থেকে বর্ণ চিহ্নিত করা, বর্ণ দিয়ে শব্দ মেলানো, শব্দ দিয়ে বাক্য এসব শেখানো হয়। প্রমিত বাংলা উচ্চারণও শিশুরা ‘সিসিমপুর’ থেকে শিখতে পারে। সিসিমপুরের ষোল বছর পূর্তি উপলক্ষে এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ১৬ বছর ধরে শিশুতোষ এই অনুষ্ঠান নির্মিত হচ্ছে তিন থেকে আট বছর বয়সী শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে। তাছাড়া সিসিমপুরের লক্ষ্য শিশুর পিতা-মাতা এবং শিক্ষকরাও। আনন্দ আর খেলার ছলে সিসিমপুর ভূমিকা রেখে চলেছে শিশুর সামগ্রিক বিকাশে। তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি নানা বিষয় শিশুদের শিখতে সাহায্য করেছে সিসিমপুর। তবে সামনের দিনগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, মমত্ববোধ ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাসহ দেশের সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার বিষয়ে আরো গুরুত্ব দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করেছেন মৌ!
পরবর্তী নিবন্ধভক্তদের জন্য নতুন উপহার