চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৬৭টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ১৬টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবার। ২০১৯ সালে ২৬০ কলেজের মধ্যে শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪টি। যদিও অটোপাসের সিদ্ধান্তের কারণে গতবার (২০২০ সালে) এইচএসসিতে সবকয়টি কলেজেই শতভাগ শিক্ষার্থী পাস করে।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান : এবারের এইচএসসি পরীক্ষায় ১৬টি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এসব কলেজের মধ্যে চট্টগ্রাম সরকারি কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, সেন্ট স্কলাসটিকা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ এবং কাফকো স্কুল অ্যান্ড কলেজসহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। যদিও ১ বা ২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করায় শতভাগ পাসের প্রতিষ্ঠানের তালিকায় ঠাঁই করে নিয়েছে বেশ কয়টি প্রতিষ্ঠান।
শূন্য পাসের প্রতিষ্ঠান ২টি : অটোপাসের সিদ্ধান্তের কল্যাণে শূন্য পাসের কলেজ একটিও ছিল না গতবার। এ বছর (২০২১ সালে) দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এর একটি মহানগরের চিটাগং আইডিয়েল কলেজ। অপরটি মহালছড়ি এলাকার বৌদ্ধ শিশুঘর হাই স্কুল অ্যান্ড কলেজ। ২০১৯ সালে শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১টি।