১৫ মার্চ নগর ভবন ঘেরাও করবে করদাতা সুরক্ষা পরিষদ

ভাড়ার পরিবর্তে আয়তনের ওপর গৃহকর নেয়ার দাবি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

বাড়িভাড়ার ওপর গৃহকর নির্ধারণী বিধি বাতিল ও আয়তনের ওপর গৃহকর নেয়ার দাবিতে আগামী ১৫ মার্চ ‘নগর ভবন ঘেরাও’ করবে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ। এছাড়া মাসব্যাপি নগরের গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ এবং ৪১ ওয়ার্ডে ‘সংগ্রামী কমিটি’ গঠন করবে সংগঠনটি।

গতকাল বিকেলে নগরের কদমতলী আবুল খায়ের মেম্বার চত্বরে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নুরুল আবছার। তিনি বক্তব্যে হোল্ডিং ট্যাক্স বিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে ৪১ টি ওয়ার্ডে চলমান সংগ্রাম কমিটিতে নগরবাসীকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। অতিরিক্ত করের জন্য চট্টগ্রামবাসী ভালো নেই দাবি করে বিষয়টি অনুসন্ধান করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সুরক্ষা পরিষদের সহসাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস পপি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি ১৫ মার্চের নগর ভবন ঘেরাও কর্মসূচি সফল করার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। সুরক্ষা পরিষদের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল মালেক বলেন, একজন মেয়র সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করার ক্ষমতা রাখেন। কিন্তু তিনি কিভাবে ৪/৫ লক্ষ টাকা ছাড় দিচ্ছেন এটা আমার বোধগম্য নয়। সহ সভাপতি ইসমাইল উদ্দিন মনু নগরবাসীকে দাবি আদায়ের লক্ষ্যে সুরক্ষা পরিষদের সাথে যুক্ত হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। একই আহবান করেন নবগঠিত সংগ্রাম কমিটির আহবায়ক মীর মোহাম্মদ ইসলাম।

সুরক্ষা পরিষদের মুখপাত্র কাজী শহীদুল হক স্বপন ৪ দফা দাবি উপস্থাপন করেন। এগুলো হচ্ছেবর্তমান এসেসমেন্ট বাতিল, আয়তনের ভিত্তিতে পুনরায় এসেসমেন্ট, কর্পোরেশনের দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা ও কর্মচারিদের বিচারের আওতায় আনা এবং প্রতি বছর প্রকাশ্যে গণশুনানির আয়োজন করা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব মুজিবুল হক, এরশাদ হোসেন, মনির হোসেন, ওলি আহম্মদ, নুরুল হুদা তানভীর, হাসান ইমরান, সজ্জাদ হোসেন, হারুন উর রশীদ, মোঃ মফিজ, মোঃ হাসান, মোঃ নসু, জেকি ও মুন্না, মোঃ সোহেল ও মোঃ সাজ্জাদ হোসেন জাফর।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের নতুন দর কার্যকরে সময় বাড়ছে
পরবর্তী নিবন্ধদুই বছর আগে বাড়ি ছাড়েন নিহত কেএনএফ সদস্য বেনেট