গ্যাসের নতুন দর কার্যকরে সময় বাড়ছে

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

শিল্প, বাণিজ্যিক ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ‘আপাতত’ কার্যকর না করে আরও কিছুটা সময় নেওয়ার পথে হাঁটছে সরকার। আন্তর্জাতিক খোলা বাজার থেকে নতুন করে এলএনজি আমদানির পর জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করা সাপেক্ষে নতুন দর কার্যকরের বিষয়ে কাজ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের বিষয়ে জানিয়ে বলেছেন, ফেব্রুয়ারি মাসে গ্যাসের নতুন দর কার্যকর হচ্ছে না। খবর বিডিনিউজের।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি এনে সঞ্চালন লাইনে মিক্স করার আগে দাম কার্যকর হোক সেটা মন্ত্রণালয়ও চায় না। সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে গ্যাসের নতুন দর কার্যকর হচ্ছে না।

গত ১৮ জানুয়ারি জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম প্রতি ইউনিটে সর্বোচ্চ ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ১৭৮ শতাংশ দাম বাড়ানোর এ সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি থেকে বাড়ানোর কথা বলা হয়েছিল প্রজ্ঞাপনে। বিদ্যুতের দাম বাড়ানোর এক সপ্তাহের মাথায় গ্যাসের দাম বাড়ানোর এ ঘোষণা আসে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে মসজিদে বোমা হামলা নিহত ৫৯, আহত ১৫৭
পরবর্তী নিবন্ধ১৫ মার্চ নগর ভবন ঘেরাও করবে করদাতা সুরক্ষা পরিষদ