১৫ দিনের মধ্যে নগরীতে ব্যাটারি রিকশা বন্ধের দাবি

সিএমপি কমিশনারকে মালিক পরিষদের স্মারকলিপি

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের রায় কার্যকরের দাবিতে চট্টগ্রাম মহানগরী রিঙা মালিক পরিষদ গতকাল সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে
নেতৃবৃন্দ মহানগরীতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা বন্ধে আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। অন্যথায় দেড় লক্ষেরও বেশি লোকের জীবন-জীবিকার স্বার্থে রাজপথে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি উচ্চ আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই বলে স্মারকলিপিতে উল্লেখ করেন। নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় গুটি কয়েক ভূইফোঁড় নেতার ছত্রছায়ায় মাসিক মাশোহারার ভিত্তিতে মহানগরীতে অবৈধ ব্যাটারি রিকশা চলাচল করছে। যা আদালত অবমাননার শামিল।
সিএমপি কমিশনার বরাবর প্রেরিত স্মারকলিপিতে স্বাক্ষর করেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম সরকার, আব্দুল কাদের, বাবু টিটু মহাজন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে রুশ্নি ছিলেন আপোষহীন
পরবর্তী নিবন্ধভিবিডি চট্টগ্রাম জেলার মানসিক সচেতনতামূলক কর্মশালা