১৪ লাখ ৮৪ হাজার শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে

৪-১০ জুন জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১০ জুন) উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে জেলা পর্যায়ের অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ফাইলেরিয়াস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রমের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয় এ সভার আয়োজন করে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদুল আলম হোসাইনী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, ডা. মোহাম্মদ নুরুল হায়দার, ডা. মোহাম্মদ নওশাদ খান, ডা. মোহাম্মদ নূর উদ্দিন, ডা. নাজনীন রশীদ ও কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ প্রমুখ। এবার চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় ৫১৬ বছর বয়সী ১৪ লাখ ৮৪ হাজার শিশুকে এক ডোজ করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আগামী ৪১০ জুন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কর্মসূচি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীনা ব্যবসায়ীদের চট্টগ্রামে বিনিয়োগের আহ্বান
পরবর্তী নিবন্ধবিএনপির সকল ষড়যন্ত্র যুবলীগ প্রতিহত করবে