১৪ বছর পর আসামি সাবু গ্রেপ্তার

চাঞ্চল্যকর জসিম হত্যা মামলা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৫ পূর্বাহ্ণ

পটিয়ায় চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার প্রধান আসামি সাবাহ উদ্দিন সাবুকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে পৌরসদরের পোস্ট অফিস মোড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সাবু কুসুমপুরা ইউনিয়নের মধ্যম মেহের আটি গ্রামের হাজী নুর আহমদের বাড়ির আবদুল হাকিমের পুত্র। পুলিশ জানান, এতদিন ধরে সে পালিয়ে থাকলেও কয়েকদিন ধরে তাকে এলাকায় ঘুরাফেরা করতে দেখা যাচ্ছিল। সে পটিয়া থানার ওয়ারেন্টভুক্ত একজন আসামি।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২০০৮ সালে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের নুরুল ইসলামের পুত্র জসিম উদ্দিন ও সুজনকে সাহাব উদ্দিন কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে জসিম ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনার পর জসিমের মা বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সভা
পরবর্তী নিবন্ধগন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের স্মরণসভা