১৩ লাখ টাকা বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ লাখ ২০ হাজার ৪৭০ টাকা বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স, পরিচ্ছন্ন ও আলোকায়ন রেইট) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর মধ্যে ১০ লাখ ৭৭ হাজার ৪৩০ টাকা বকেয়া পৌরকর এবং বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় করা হয় দুই লাখ ৪৩ হাজার ৪০টাকা। গতকাল রাজস্ব সার্কেল- ৩, ৫ ও ৭ এর আওতাধীন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। একই অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে সাত প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে রাজস্ব সার্কেল-৩ এর আওতাধীন পশ্চিম বাকলিয়ায় বকেয়া পৌরকর বাবদ তিন লাখ ২৯ হাজার ৬৪৮টাকা, সার্কেল-৫ এর আওতাধীন রহমতগঞ্জ এলাকায় পৌরকর বাবদ পাঁচ লাখ ৭৬ হাজার ৪৪ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ এ লাখ ৪৮ হাজার ৫৯০টাকা, সার্কেল-৭ এর আওতাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় বকেয়া পৌরকর বাবদ এক লাখ ৭১ হাজার ৭৩৮ টাকা ও বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ৯৪ হাজার ৪৫০ টাকা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মকর্তাদের দক্ষ হতে হবে
পরবর্তী নিবন্ধপোল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু শ্রমিকের মৃত্যু