১২ দিনে ভ্রমণ ব্যয় ৬১৩ কোটি টাকা!

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

পর্যটক হিসেবে বিভিন্ন স্থান ঘুরে বেড়ান অনেকেই। এর জন্য খরচও করতে হয়। তবে ভ্রমণের জন্য শত কোটি টাকা খরচের ইতিহাস হয়তো খুব একটা নেই। জাপানের বিলিয়নেয়ার ইউসাকু মায়েযাভা তাই করেছেন। তার ভ্রমণের জায়গা পৃথিবীর দর্শনীয় কোনো স্থান নয়। তিনি ঘুরে বেড়িয়েছেন মহাকাশ।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিন কাটানোর পর গতকাল পৃথিবীতে ফিরে এসেছেন তিনি। আর এ ১২ দিন ভ্রমণের জন্য তিনি খরচ করেছেন প্রায় ৬১৩ কোটি টাকা। নিজের ব্যক্তিগত সহকারী ও ফিল্ম প্রডিউসার ইয়োযো হিরানো এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার মিসুরকিনকে নিয়ে কাজাখস্তান থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ১২ দিনের সফর শেষে তারা কাজাখস্তানে অবতরণ করেন।
১২ দিনের এ সফরে কী করছেন সে বিষয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও আপলোড করেছেন তিনি। কীভাবে মহাকাশের ভরশূন্য অবস্থায় চা বানাতে হয় তা দেখান। তাছাড়া মহাকাশ স্টেশনে অতিরিক্ত অন্তর্বাসের ঘাটতির বিষয়টিও আলোচনা করেন। সব মিলিয়ে ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন।
স্পেস স্টেশন থেকে এক লাইভ ইন্টারভিউতে ইউসাকু মায়েযাভা বলেন, এমন চমৎকার অভিজ্ঞতা পাওয়া যে কতটা মূল্যবান তা আপনি শুধু মহাকাশে এলেই বুঝতে পারবেন।
এদিকে ভ্রমণে কী পরিমাণ টাকা খরচ হয়েছে এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি ইউসাকু। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভ্রমণে খরচ হয়েছে প্রায় ৬১৩ কোটি টাকা।
২০২৩ সালে আবারও মহাকাশে যাওয়ার পরিকল্পনা তার। এবার লক্ষ্য চাঁদ। নিজের সাথে আরো আটজনকে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ইউসাকু মায়েযাভার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ষোল হাজার কোটি টাকা।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান চেয়ারম্যানের শেষ কর্মদিবস ৩০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধসবাইকে একত্রিত করতে পারে সঙ্গীত