১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

বাঁশখালী থানার ভাদালিয়া এলাকা থেকে ধর্ষণ-ডাকাতিসহ ১০ মামলার আসামি ডাকাত দলের প্রধান মো. কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতকে (৫৫) অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল বুধবার ভোর পৌনে ৪টার দিকে নিজ ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কবির আহমেদ একই থানার উত্তল জলদী ভাদালিয়া এলাকার বজল আহম্মদের ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, ভাদালিয়া এলাকায় কবির আহমেদ প্রকাশ কাইব্যা ডাকাতসহ আরও কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কবির আহমেদের ঘর ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘর তল্লাশি করে টিনের ঘরের সিলিংয়ের উপর থেকে একটি দেশি কাঠের বাটযুক্ত সচল থ্রি কোয়ার্টার গান, একটি শপিং ব্যাগের মধ্যে ২টি দেশীয় এলজি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, কবির আহমেদ এলাকায় কুখ্যাত কাইব্যা ডাকাত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৬টি ডাকাতি ও ৩টি ধর্ষণ মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই যাত্রী আটক বিমানবন্দরে বিপুল সিগারেট ও ড্রাই টোব্যাকো জব্দ
পরবর্তী নিবন্ধনিম্নচাপ কেটে বৃষ্টি আসছে