দুই যাত্রী আটক বিমানবন্দরে বিপুল সিগারেট ও ড্রাই টোব্যাকো জব্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও ড্রাই টোব্যাকোসহ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস কর্তৃপক্ষ। মো. হারুন রশিদ ও মোহাম্মদ তৈয়ব নামের ওই দুই যাত্রী গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার জি-৯৫২২ নামের একটি ফ্লাইটে শারজাহ থেকে আসে। এসময় স্ক্যানিং করে তাদের লাগেজে থাকা ৪৪০ মিনি কার্টনে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি ইজি ব্রান্ডের সিগারেট ও ২৯০ কার্টন ড্রাই নিকোটিন জব্দ করা হয় বলে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার সালাউদ্দিন রিজভী। তিনি আরো জানান, শর্ত সাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্ক আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট বা ড্রাই ট্যোবাকো বেআইনিভাবে বহন করে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে মো. হারুনুর রশিদ ও মোহাম্মদ তৈয়ব নামের ওই দুই যাত্রী। এ ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন মোতাবেক জব্দ করা সিগারেট ও ড্রাই ট্যোবাকো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটাইগারদের নতুন ইতিহাস
পরবর্তী নিবন্ধ১০ মামলার আসামি কাইব্যা ডাকাত গ্রেপ্তার