মামলা সংক্রান্ত জটিলতার কারণে ১০ বছর পর আগামীকাল সোমবার ইভিএম পদ্ধতিতে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত র্কমকর্তা ও ভোটারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ভোটাররা (মক) ভোট প্রদান করে। শনিবার মধ্যরাতে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী এলাকার পরিবেশ, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা, যাতায়াত ব্যবস্থা, অবকাঠামোসহ নানান বিষয় বিবেচনায় নিয়ে ৯ ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ উপলক্ষে শনিবার সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের সম্পৃক্ত করে নির্বাচন র্কমকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি দলের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ করা হয়।
জুঁইদন্ডী ইউনিয়নের রিটার্নিং অফিসার আবদু শুক্কুর বলেন, মামলা সংক্রান্ত জঠিলতার কারণে ১০ বছর পর জুঁইদন্ডী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নের মোট ১২ হাজার ৮৬২ জন ভোটারের মধ্যে ৬ হাজার ৮২৮ পুরুষ ভোটার আর ৬ হাজার ৩৪ জন নারী ভোটার রয়েছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে দায়ীত্বপ্রাপ্ত র্কমকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজলো নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।