পারকি সৈকত উন্নয়নে নির্মিত হচ্ছে আধুনিক পর্যটন কমপ্লেক্স

পরিদর্শনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ।। ব্যয় ৭১ কোটি ২৫ লাখ টাকা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারার পারকি সমুদ্র সৈকত হবে আধুনিক বিশ্বমানের পর্যটন কেন্দ্র। পারকি সৈকতের উন্নয়নে বর্তমানে ৭১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক পর্যটন কমপ্লেক্সে। গতকাল শনিবার দুপুরে এই কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (উপ সচিব) মাহমুদ কবির, উপ সচিব সাইফুল হোসেন, প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অসীম শীল, নির্বাহী প্রকৌশলী নজরুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্‌ ও ইউপি সদস্য তৌহিদুল ইসলাম। জানা যায়, পারকি সমুদ্র সৈকতকে আধুনিক বিশ্বমানের পর্যটন কেন্দ্র রূপান্তরিত করতে সরকার পারকির উন্নয়নে মেগা প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের মধ্যে ১৭টি স্থাপনা নির্মাণ করা হবে। এত ১৪টি আধুনিক কটেজ রয়েছে। এর মধ্যে ৪টি ডবল ডুপ্লেঙ কটেজ এবং ১০টি সিঙ্গেল কটেজ। ৪র্থ তলা বিশিষ্ট একটি মাল্টিপারপাস ভবন। এর গ্রাউন্ড ফ্লোরে থাকবে পর্যটন অফিস, দ্বিতীয় তলায় থাকবে দুইটি দোকান, একটি রেস্টুরেন্ট, তৃতীয় ও ৪র্থ তলায় থাকবে ২টি বার, একটি ২৫০ আসনের কনভেনশন হল। তৃতীয় তলাবিশিষ্ট ১টি সার্ভিস ব্লক, যেখানে ছাত্র-ছাত্রীদের থাকার বিশেষ ব্যবস্থাসহ পর্যটকদের জন্য সিঙ্গেল ব্যাচেলর সার্ভিস রুম ৩৫টি, কমপ্লেক্সের সার্ভিস স্টাফদের জন্য ৪৪টি রুম রয়েছে। একটি ওয়াশ ব্লক, যেখানে নারী-পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে। এছাড়া একটি লেক, একটি ঝুলন্ত ব্রিজ, দুইটি পিকনিক শেড, কুকিং শেড। একটি খেলার মাঠ, যার মধ্যে ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা থাকবে এবং গাড়ি পার্কিংয়ের সুবিধাও রাখা হচ্ছে। প্রত্যেকটি ভবনের সামনে সাজানো বাগান থাকবে।
পর্যটন কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অসীম শীল সাংবাদিকদের বলেন, পারকির উন্নয়নে সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। ৭১ কোটি ২৫ লাখ টাকার ১৭টি স্থাপনা নির্মাণ করা হবে। বর্তমানে চলমান উন্নয়ন কাজের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকী কাজ দ্রুত শেষ করা হবে। কোভিড পরিস্থিতি মোকাবেলার কারণে নির্মাণ কাজের অগ্রগতি কম হওয়ায় বর্তমানে প্রকল্পের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন, চলমান উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে পারকি আধুনিক পর্যটন কেন্দ্রে রূপ লাভ করবে।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছর পর কাল জুঁইদন্ডীতে নির্বাচন
পরবর্তী নিবন্ধএক বছরে ১০১ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা