১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছয় বছর ধরে আত্মগোপন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ এপ্রিল, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

ছয় বছর ধরে কক্সবাজারসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কুরবান আলী নামের (৬২) ওই ব্যক্তি নগরীর পাহাড়তলীর নাজিরবাড়ি এলাকার মৃত মোজাহারুল হক চৌধুরীর ছেলে।

গত মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কুরবান আলী একজন প্রতারক। ২০১৫ সালে মোহাম্মদ শফিকুল ইসলাম নামের একজনের কাছে জমি বিক্রির কথা বলে তিনি ৬ লাখ টাকা নিলেও নানা অজুহাতে জমি রেজিস্ট্রি দেননি। এ ঘটনায় মোহাম্মদ শফিকুল ইসলাম আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কুরবান আলীকে ১০ বছরের কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাব কর্মকর্তা বলেন, গত ছয় বছর ধরে কঙবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন কুরবান আলী। সাজা এড়াতেই মূলত তিনি আত্মগোপনে ছিলেন, এ কথা গ্রেপ্তার পরবর্তী তিনি স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধফাঁকা হচ্ছে নগরী মুখর গ্রাম
পরবর্তী নিবন্ধঅগ্নি দুর্ঘটনা রোধে ৯ দফা নির্দেশনা