হ্যাপি নিউ ইয়ার

দুলাল বড়ুয়া | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

জানুয়ারি মাসের এক তারিখ, আসে ইংরেজি শুভ নববর্ষ। নতুন বছরকে স্বাগত জানায়, এ বিশ্বের শত কোটি মনুষ্য। হরেক রকম বাহারি ফুলে, রঙিন করে তোলে দেশ-গ্রামের দৃশ্য। বর্ণিল আলোচ্ছটায় আলোকিত করে, সুনিপুণ হাতে মানুষ সাজায় পুরো বিশ্ব। নানা পদের সুস্বাদু খাবারে, ভরে যায় প্রতি ঘরের খাবার টেবিল। পর্যটন এলাকায় সেই শুভ দিনে, মানুষের ভিড়ে ঠাঁই হয় না ক্ষুদ্রাকারের তিল। মধুর মধুর স্বপ্ন বুনে, শুভ নববর্ষের প্রথম দিনে। ধনী-গরিব সবাই মিলে, নব-উদ্যোমে নেমে পড়ে স্বপ্নের সিঁড়ি বিনির্মাণে। জানুয়ারিতে বছর শুরু, ডিসেম্বর মাসেই শেষ। কারো ভাগ্যাকাশে অসীম সুখ, কারো জোটে দুঃখ অশেষ। বছর ঘুরে আবার আসে সেই শুভ দিন, অতীতের বেদনার শেকড় উপড়ে ফেলে। সাড়ম্বরে দিনটি পালনে উদগ্রীব, কৃষক-মজুর-রাজা-বাদশা ও জেলে। নতুন বছর সবার জন্যে বয়ে আনুক, মঙ্গল বারতা ও সুখ-সমৃদ্ধির সমাহার। শিশু-কিশোর-যুবা-বৃদ্ধ সবারি মুখে হাসি ফোটাক, “হ্যাপি নিউ ইয়ার”।
লেখক : কবি, প্রাবন্ধিক

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় নয়নে চট্টগ্রাম!
পরবর্তী নিবন্ধনতুন বছরে দৃঢ় হোক সামাজিক ও পারিবারিক বন্ধন