হ্যাক হয়নি সুরক্ষা অ্যাপ, জিডি প্রত্যাহার

চমেক হাসপাতাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

করোনার টিকার জন্য নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ হ্যাক হয়েছে সন্দেহে পাঁচলাইশ থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল (বুধবার) জিডিটি প্রত্যাহার করে নেয়া হয়। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক বলেন, আমরা সন্দেহ করেছিলাম কেউ সুরক্ষা ওয়েবসাইট হ্যাক করে আমাদের অগোচরে টিকার জন্য এসএমএস পাঠিয়ে দিচ্ছে। এ সন্দেহ থেকে আমরা জিডিটা করেছিলাম। জিডির পর পুলিশ কর্মকর্তারা গতকাল বুধবার হাসপাতালে আসেন। তারা সার্বিক বিষয় পর্যবেক্ষন করেছেন। ওয়েবসাইট হ্যাক হয়নি মর্মে তারা আমাদের জানিয়েছেন। পরে আলোচনার ভিত্তিতে জিডিটা আমরা প্রত্যাহার করে নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধএখনো নিখোঁজ ৫ জেলে
পরবর্তী নিবন্ধবিভিন্ন জায়গায় লোকজনের জটলা, বেড়েছে যানবাহন