এখনো নিখোঁজ ৫ জেলে

সাগরে ট্রলার ডুবি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ১০:১৯ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ বাঁশখালীর চাম্বল এলাকার ৬ ফিশিং ট্রলার ও ৫ মাঝিমাল্লা বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফিরে আসেনি। অপরদিকে সাগরে মাছ ধরতে গিয়ে মারা যাওয়া চাম্বলের বারুলিয়া পাড়ার মৃত আমির হোসেনের পুত্র ইমরান মিয়ার (৫৫) দাফন কাফনের জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী তাদের বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন বুধবার বিকেলে । এ সময় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ কর্মকর্তারা সাথে ছিলেন।
উল্লেখ্য, ২৭ জুলাই ভোরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে হেফাজতুল ইসলামের মালিকানাধীন এফবি মুশফিক, মোহাম্মদ ফারুকের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার, কেফায়েত উল্লাহ মালিকানাধীন আল্লাহর দান ফিশিং ট্রলার, নন্না মিয়ার মালিকানাধীন আরেকটি ফিশিং ট্রলার, মৌলভী আবুল খায়েরের মালিকাধীন ফিশিং ট্রলার, আনিস মাঝির ফিশিং ট্রলার নিখোঁজ হয়। এ সময় মাঝি-মাল্লাদের কয়েকজন ট্রলার থেকে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় উপকূলে চলে আসে। তবে এখনো পর্যন্ত পশ্চিম চাম্বল এলাকার মৃত আহমদ উল্লাহ’র পুত্র আনিস মাঝি (৪৫), মৃত নুর মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৩৮), শীলকুপ এলাকার মৃত মফিজের পুত্র মিয়া (৩২), আস্করিয়া পাড়ার আমির হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন, কুতুবদিয়ার ছৈয়দ আলম (৪৫) নিখোঁজ রয়েছে। চাম্বল বাংলা বাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি হেফাজতুল ইসলাম জানান- বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোন হদিস মিলেনি।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সাগরে এখনো ৫ জন জেলে ও ৬ ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করছে।

পূর্ববর্তী নিবন্ধফেরত আসা ২ লাখ প্রবাসী পাচ্ছেন সম্মানী
পরবর্তী নিবন্ধহ্যাক হয়নি সুরক্ষা অ্যাপ, জিডি প্রত্যাহার