হে নবীন

মাজহার মান্নান | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

ছোট বলে কোন কাজ ঘৃণা নাহি কর
একদিন দেখো তুমি হয়ে যাবে বড়।
এ ধরায় যত বড় খ্যাতিমান আসে
তিলে তিলে বড় তারা ছোট কাজ চাষে।

হতাশায় ভুগে ভুগে কেন হও শেষ
যতটুকু মেধা আছে কর তাহা পেশ।
রাতারাতি কোন কাজে আসে নাতো জয়
সবুরে যে মিলে ফল গুণীজনে কয়।

এ জগতে মেধাহীন নেই কোন লোক
সফল সে হয় যদি খোলা রাখে চোখ।
খামোখাই ছুটো যদি মরীচিকা পিছে
জীবনটা তবে ভাই হয়ে যাবে মিছে।

ছেড়ে দাও অযথাই চাকুরির নেশা
নিজ বলে গড়ে তোলো বাঁচিবার পেশা।
নিজ গুণে বড় হও ভালোবাসো দেশ
সবাইকে নিয়ে তুমি থাকো সুখে বেশ।

পূর্ববর্তী নিবন্ধরূপসী হেমন্তিকা
পরবর্তী নিবন্ধছোট্টপাখি নাম জোনাকি