হেড-লাবুশেন জুটিতে বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়া

আজাদী অনলাইন | রবিবার , ১৯ নভেম্বর, ২০২৩ at ৯:২০ অপরাহ্ণ

পায়ের ব্যবহার করে চার, এরপর মিড অনের একটু ওপর দিয়ে আরেকটি চার। হেড ভাগ্যকে পাশে পেয়েছেন, সুযোগও কাজে লাগিয়েছেন দারুণভাবে। কুলদীপের বলে এরপর ডাবলস নিয়ে যান ৯৯ রানে। এরপর চুরি করেছেন সিঙ্গেল, জাদেজার থ্রো সরাসরি লাগলে হয়ত আউট হতে পারতেন। তবে তাতে কিছু যায় আসে না। হেড পেয়ে গেছেন সেঞ্চুরি! ২০১১ সালে মাহেলা জয়াবর্ধনের পর বিশ্বকাপ ফাইনালে প্রথম সেঞ্চুরি।

দলের বাজে সময়ে ব্যাট হাতে হাল ধরেছেন হেড। এক প্রান্তে তিন ব্যাটার সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে অবিচল আছেন এই ওপেনার। ইতোমধ্যেই তুলে নিয়েছেন ফিফটি। ৫৮ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এতে ক্রমশ ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে হেক্সা মিশনের দিকে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য এখনও ১৪৪ বলে ৯৭ রান করতে হবে অজিদের, হাতে আছে ৭ উইকেট। ব্যাট হাতে ট্রাভিস হেড ৬৯ ও মার্নাস লাবুশেন ৩২ রানে ব্যাট করছেন।

পূর্ববর্তী নিবন্ধ৫ হাজার ইয়াবা উদ্ধার ঘটনায় মাদক কারবারির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধপ্রবাসী জাফর হত্যা মামলার তিন বছর পর ফের তদন্ত রিপোর্ট তলব আদালতের