হৃদয়ের একুল ওকুল

সত্যজিৎ দাশ কাঞ্চন | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

হৃদয়ের একূল জুড়ে দুঃখগাথা

ওকূল ভরা গান,

কোন কূলেতে বাঁধবে তরী

বলো না গো প্রাণ।

এই কূলেতে ভাঙেই শুধু

ওকূল গড়ে যায়,

ভাঙা গড়া দুকূল থেকে

কোনটা তোমার চাই।

এই কূলেতে রাত্রি এলে

নামে মৃত্যু ভয়,

ওই কূলেতে চেয়ে দেখো

রঙিন সূর্যোদয়।

ওই কূলেতে বসত করো

নিয়ে আপনজন,

এই কূলেতে আমিই থাকি

দুঃখের নির্বাসন।

সুখ দেখেছি সয়না আমার

ওকুল আমার নয়,

একূল নিয়েই থাকি আমি

জীবন মৃত্যুময়!

পূর্ববর্তী নিবন্ধশীতের বিড়ম্বনা
পরবর্তী নিবন্ধআহ্বান