হুটহাট পরীক্ষা স্থগিতের ঘোষণা মোটেই কাম্য নয়

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:০৫ পূর্বাহ্ণ

২০১৮ সালের ৯ জুলাই ৪৬৩টি শূন্য পদের বিপরীতে সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সমাজসেবা অধিদপ্তর। ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এ পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা আর হয়নি। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর, ২০২১ শুক্রবার বিকাল ৩ টায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা বলা হলেও হুট করে আগের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর রাতে তা স্থগিত করা হয়। এতে চরম ভোগান্তি আর আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পরীক্ষার্থীরা। পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অর্থাৎ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার আশ্বাস পেয়ে দূর-দূরান্তথেকে অধিকাংশ পরীক্ষার্থীই ২৩ ডিসেম্বর নিজ নিজ পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন। অনেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অনেকে আবার গাড়ির মধ্যে ছিলেন। পরীক্ষা বিকেল ৪ টায় শেষ হবে ভেবে অনেকে ফিরতির আগাম টিকিটও কেটে নিয়েছিলেন। যাঁরা দেশের উত্তরাঞ্চল কিংবা দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় পরীক্ষা দিতে এসেছিলেন তাদের যাতায়াত বাবদ অনেক টাকা খরচ হয়েছে। দূরত্ব ভেদে অনেকেই আসা-যাওয়া বাবদ ১৫০০ থেকে ২০০০ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পরীক্ষা স্থগিত হওয়াতে তাঁদের পুরো টাকাটাই গচ্চা গেছে বলা যায়। একজন বেকার নিজের পড়াশোনার খরচ জোগাতে টিউশন কিংবা পার্টটাইম জব করে অনেক কষ্টে অর্থ উপার্জন করে থাকেন। এভাবে হুটহাট করে পরীক্ষা স্থগিতের ঘোষণা মোটেই কাম্য নয়।
মো. আশরাফুল ইসলাম
শিক্ষার্থীচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধমানকুমারী বসু: কবি ও সমাজ সংস্কারক
পরবর্তী নিবন্ধনিরাপদ হোক পর্যটন এলাকা, নিরাপদ থাকুক সকল পর্যটক