হালিশহর রহমানিয়া দরবারে ইমাম রব্বানী মোজাদ্দেদ্‌ আল ফেসানীর (রহ.) ওরশ

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

ইমাম রব্বানী মোজাদ্দেদ্‌ আল-ফেসানী হযরত আবুল বরকত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকী সেরহিন্দী (রাঃ আঃ) বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা বলেন- মোজাদ্দেদ আল ফেসানী ছিলেন সহস্রাব্দের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, সমাজ সংস্কারক ও আলোকবর্তিকা। তিনি ইসলামের বিভিন্ন ভাবধারাকে একস্রোতে নিয়ে আসেন। রহমানিয়া দরবার শরীফের ব্যবস্থাপনায় গত ২৫ সেপ্টেম্বর ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডস্থ মোল্লাপাড়া হযরত শাহ্‌সুফী মুফতি মাওলানা সৈয়দ আমিনুর রহমান নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরশে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীল হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্‌বন্দী আল-মোজাদ্দেদী (ম.জি.আ)। মাহফিলে বক্তব্য রাখেন ২৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন মো. ইলিয়াছ, হালিশহর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম কায়সার, মহানগর যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ইসলাম, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশফাকুল আলম আশফাক, হালিশহর থানা বিএনপি নেতা মো. ইলিয়াছ, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- এস.এম. আবুল কাসেম, ডা. এস.এম. কামাল উদ্দিন ইউসুফ, বাঁশবাড়িয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. মঈনুদ্দীন হোসাইনি, কালু শাহ (রহ.) জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদ আলম আল কাদেরী, চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরহাদ আমিন আল কাদেরী, মাওলানা মাহমুদুল হাসান আল কাদেরী, শাহ্‌জাদা হাফেজ মাওলানা আহসানুল আমিন রাহাত, হাফেজ শরফুল আমীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরপাথরঘাটা ইউনিয়ন আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধমোহরা এটিএস ক্লিনিকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী