নগরীর বন্দর থানাধীন হালিশহর আনন্দ বাজার এলাকায় মন্দিরা দাশ (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনন্দ বাজারের রাজবিন্দু মেনসন নামে একটি বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে গৃহবধূ মন্দিরা দাশের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে। এর আগে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।