হালিশহরের আবাসিক হোটেলে স্ত্রী খুনের ঘটনায় স্বামী ঢাকা থেকে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ১:২৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত স্বামী আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আশরাফুল হোটেলের রেজিস্টারে নিজের নাম লিখেছিলেন কামরুল হাসান।

ঢাকার আশুলিয়া এলাকা থেকে গতকাল রবিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি)-এর হালিশহর থানা পুলিশ।

অভিযুক্ত আশরাফুল আলমের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়। খুন হওয়া নারীর বাড়িও সেনবাগ বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম ঢাকার ল্যাব এইড হাসপাতালে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে পরিচয় দিয়ে হালিশহর থানার আগ্রাবাদ সংযোগ সড়কের রোজ উড আবাসিক হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নেন আশরাফুল। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৪ মিনিটে তিনি হোটেলের নিচে নামেন। সেখানে একজন নারী তার কাছে আসেন। তাকে তার স্ত্রী পরিচয় দিয়ে তার ভাড়া নেওয়া কক্ষে নিয়ে যান।

তারপর সাড়ে পাঁচটার দিকে তিনি হোটেলের কক্ষ থেকে বের হয়ে আগ্রাবাদ সংযোগ সড়ক ধরে চলে যান। সাড়ে পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত কক্ষটি থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল ম্যানেজার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। বিকল্প চাবি দিয়ে কক্ষ খুলে ঐ নারীর রক্তাক্ত গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআবদুল খালেক শাহ্ (রহঃ)-এর ওরশ আজ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা