হালদা নদীতে ১ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৭:৪৬ অপরাহ্ণ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে এক হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে হালদা নদীর উপজেলার ধলই ইউনিয়ন এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়।
নদীতে অভিযান পরিচালনাকারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুন হুদা রনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রজনন মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসনের অভিযানে ধলই ইউনিয়নে হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করা হয়।
অভিযানের বিষয় টের পেয়ে মাছ শিকারীরা পালিয়ে যায়। হালদা নদী রক্ষায় তীরবর্তী বাসিন্দারা আরও একটু সচেতন হলে হালদা নদীতে মাছের মজুত বেড়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপুপরোয়ার সভাপতি রিন্টু, সাধারণ সম্পাদক সাদাত
পরবর্তী নিবন্ধরাঙামাটির নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে আহত ৬