রাঙামাটির নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে আহত ৬

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১০ এপ্রিল, ২০২১ at ৮:২১ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে মিনি ট্রাক উল্টে ড্রাইভারসহ ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে কাঠবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মিনি ট্রাকের চালক সহ ৬ জন দিনমজুর গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘিলাছড়ি হতে পশ্চিম-উত্তর কোণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সমাজকল্যাণ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মিনি ট্রাক ড্রাইভার মো. আলামিন হোসেন (৩৫), দিনমজুর বাইট্টা চাকমা(৩৫), নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের নম জ্যোতি চাকমা(২৮), রুবেল চাকমা(২০), দীপেন চাকমা(২১) ও ডমুল চাকমার ছেলে তপন চাকমা(২৫)।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, “ঘটনার খবর পেয়েই আমাদের একটা টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেয়া হয়েছে। লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি জব্দ এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধহালদা নদীতে ১ হাজার মিটার জাল জব্দ
পরবর্তী নিবন্ধবান্দরবানের ঘুমধুম সীমান্তে বিয়ার সহ আটক ২