হালদা থেকে ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মোহনায় ছায়ার চরে অভিযান পরিচালনা করে ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। সদরঘাট নৌ থানার পুলিশ গতকাল বুধবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করেন।
পুলিশ জানায়, এখন হালদা নদীতে মাছের প্রজনন ঋতু চলছে। মঙ্গলবার মধ্যরাতে এবং বুধবার নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে। এসময় নদীতে প্রচুর মা মাছ ডিম ছাড়তে এসেছে। এদের আনাগোনা দেখে এক শ্রেণির লোভী মাছ শিকারি নদীতে জাল বসিয়ে মাছ শিকার করছে। প্রশাসনের এত তৎপরতার পরও মাছ চোরেরা বসে নেই। তারা প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে।
সদরঘাট থানার নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, মাছের আনাগোনা দেখে এক শ্রেণির মাছ শিকারি নদী থেকে চুরি করে মাছ শিকার করছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে নদীতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ছায়ার চর নামক স্থান থেকে ৬ হাজার মিটার ভাসা জাল জব্দ করা হয়েছে। তিনি হালদার মাছ ও জীব বৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের তিন মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২