হামে বেড়েছে মৃত্যু ২৩ বছরে সর্বোচ্চ আক্রান্ত

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:০৪ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে গত বছর হামে প্রায় ২ লাখ ৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। বৃহস্পতিবার প্রকাশিত তাদের এক যৌথ প্রতিবেদনে ২৩ বছরের মধ্যে ২০১৯ সালেই হামে মৃত্যুর পরিমাণ সর্বোচ্চ স্তরে উঠেছে বলে জানানো হয়েছে। ভ্যাকসিনে প্রতিরোধ করা যায় এমন রোগের এ ধরনের উত্থানে স্তম্ভিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কোভিড-১৯ মহামারী অব্যাহত থাকলে শনাক্তকরণ ও টিকাদান ব্যাহত হওয়ায় হামের প্রকোপ আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। ২০১৯ সালে হামে মোট মৃত্যু তিন বছর আগের তুলনায় ৫০ শতাংশের মতো বেড়েছে, বৃহস্পতিবার প্রকাশিত মূল্যায়নে এমনটাই বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। বিশ্বজুড়ে বাড়লেও যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে হামে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি; যদিও গত বছর দেশটির ৩১টি রাজ্যে হামে আক্রান্ত এক হাজার ২৮২ জনের সন্ধান মিলেছে। ১৯৯২ সালের পর এটিই সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
২০১২ সালেও যুক্তরাষ্ট্রে হামে মাত্র ৫৫ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপর্যাপ্ত টিকাদানের কারণেই বিশ্বজুড়ে এখন হামে মৃত্যু বাড়ছে। চলমান মহামারীর কারণে কোভিড-১৯ এর চেয়েও বেশি প্রাণঘাতী রোগ হামের বিস্তৃতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। চলতি বছর এখন পর্যন্ত ২০১৯ এর তুলনায় হামে কম আক্রান্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন বললেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনই একে পূর্ণাঙ্গ তথ্য হিসেবে মেনে নিতে রাজি হচ্ছেন না। কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা পরিস্থিতির যে বেহাল দশা, তাতে হামের চিকিৎসা, প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি শনাক্তকরণও কম হয়েছে বলে মনে করছেন তারা। মহামারীর কারণে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা ২৬টি দেশের অন্তত অর্ধেক দেশে এর মধ্যেই হামের প্রাদুর্ভাব দেখা গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে আমার বাথরুমে ক্যামেরা বসানো হয়েছিল : মরিয়ম নওয়াজ
পরবর্তী নিবন্ধলিবিয়া উপকূলে ডুবে ৭৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু